মাগুরায় পিআইবি’র তিন দিনের প্রশিক্ষণ

পিবিএ,মাগুরা: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র আয়োজনে শুক্রবার সকালে মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের উপর ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।


সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ৩ দিনের এ প্রশিক্ষণে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র পরিচালক প্রশাসন জাকির হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

৩ দিনব্যাপীি এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে থাকছেন বদরুদ্দোজা বাবু, জুলফিকার আলী মানিক, মোহাম্মদ শাহ আলম, রুহুল আমিন রুশদ। মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...

preload imagepreload image