পিবিএ,মাগুরা: প্রতিপক্ষের বাড়িতে বিয়ের দাওয়াত খাওয়ায় মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ২০ জন। এছাড়া বাড়ী-ঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন তেঘরিয়া গ্রামের জামাল মোল্যাসহ অন্যরা জানান, এলাকার আধিপত্য নিয়ে গ্রামের মাতবর ফারুক মোল্যা, নুর ইসলাম মোল্যার সমর্থকদের সাথে একই গ্রামের অপর মাতবর ইবাদত মোল্যা, বারিক মোল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের কারণে ইবাদত মোল্যা সোমবার তার মেয়ের বিয়েতে মাতবর ফারুক মোল্যা, নুর ইসলাম মোল্যার লোকজনকে দাওয়াত দেয়া থেকে বিরত থাকে।
কিন্তু আত্মীয়তার সুত্র ধরে ফারুক মোল্যার গ্রুপের জামাল মোল্যাকে দাওয়াত দেন। এ দাওয়াত পেয়ে সোমবার ইবাদত মোল্যার বাড়িতে বিয়ের অনুষ্ঠনে জামাল তার পরিবার নিয়ে অংশ নেয়। যে কারণে জামালের সামাজিক দলের নেতা নুর ইসলাম মোল্যা, ফারুক মোল্যাসহ অন্যরা তার উপর ক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার সকালে জামালের বাড়িতে এসে তাকে গাছে বেধে মারপিট করে। এ সময় ছেলেকে মারপিট থেকে রক্ষা করতে মা শেফালি বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাকে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এ হামলাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হলে জামালের পক্ষ নেয় ইবাদত মোল্যা, বারিক মোল্যার সমর্থকরা এবং তাদের সাথে নুর ইসলাম, ফারুক মোল্যার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কমপক্ষে আরো ২০ জন আহত হয়। এ সময় একাধিক বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে জামাল মোল্যা (৩৮), শেফালি বেগম (৫০), হাশমত আলী (৫০), রেশমা খাতুন (২৬), সাজ্জাদুল (২০), মঞ্জু (১৭), জুয়েল (১৩) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
পিবিএ/এমআর/এএইচ