মাগুরায় ফণী মোকাবেলায় জরুরী সভা

 

পিবিএ,মাগুরা: সাইক্লোন ফণীর ক্ষয়ক্ষতি এড়াতে মাগুরায় সকল সরকারি দফতর প্রধানদের নিয়ে আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা করেছে জেলা প্রশাসন ।

ফণী’র প্রভাবে সকাল থেকেই মাগুরার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সরকারি গুরুত্বপূর্ণ দফতরের প্রধানদের সাথে সভা করে সবাইকে সচেতন থেকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করার অনুরোধ করেছেন জেলা প্রশাসক আলী আকবর।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় সকল উপজেলা চেয়ারম্যানসহ জরুরী সেবা দানকারি দপ্তরসমূহের প্রধানগন উপস্থিত ছিলেন।

সভা থেকে জেলার সকল স্কুল কলেজ ভবন খোলা রেখে প্রয়োজনে সেগুলিকে সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ ও মৎস্য বিভাগের পক্ষ থেকে পৃথক কন্ট্রোল রুম খোলা হয়েছে।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...