পিবিএ,মাগুরা: মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে মা জাতির প্রতি সম্মানে সাড়ম্বড়ে পালিত হলো ব্যতিক্রমধর্মী মাতৃপূজা। তিনদিনব্যাপী মহানামযজ্ঞ শেষে শুক্র ও শনিবার শতাধিক মায়ের পা ধুইয়ে, মায়ের গলায় ফুলের মালা পড়িয়ে প্রণাম করেন এ গ্রামের সন্তানেরা। এরপর মায়ের কাছে
ক্ষমা ভিক্ষা করে তাঁকে মিষ্টিমুখ করান।
এসময় সাধ্যমত নতুন কাপড় মায়ের হাতে তুলে দেন সন্তানেরা। সিংড়া গ্রামের কিছু উদ্যোমি যুবক গত তিন বছর ধরে এ পূজার আয়োজন করে আসছেন। মাতৃপূজার আয়োজক এ গ্রামের সন্তান বর্তমানে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত গৌতম বিশ্বাস জানান, ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমরা অনেকেই আমাদের মায়ের প্রতি যথাযথ কর্তব্য পালন করতে পারছি না।
অন্যদিকে মাতৃজাতির প্রতি আমাদের রয়েছে আজন্ম ঋণ। অথচ এই আমরাই কারণে অকারণে মায়েদের উপর নানা অত্যাচার নির্যাতন করে আসছি। এ পূজার মাধ্যমে আমরা মায়েদের কাছে আমাদের অপারগতার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি যে সন্তান তার মাকে সম্মান করে সে কখনো কোথাও কোনো নারীকে অসম্মান করতে পারেনা।
এ কারণেই আমরা নিজ গ্রামে এ মাতৃপূজার মাধ্যমে আমাদের নিজ নিজ মা তথা নারী জাতির প্রতি আমাদের সম্মান প্রদর্শন করছি। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মাতৃজাতির প্রতি সম্মান বৃদ্ধির জন্য এ প্রচেষ্টা গ্রহণ করেছি। যা বর্তমানে একটি সময়ের দাবি হয়ে পড়েছে।