মাগুরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

পিবিএ,মাগুরা: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০১৯-২০ এর আওতায় মাগুরা সদর উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার সম্মেলন কক্ষে এ সনদপত্র বিতরণ করা হয়।

মাগুরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাস উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ সাতাঁর প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষার্থী অংশ নেয়।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...