পিবিএ,মাগুরা: মাগুরায় সদর উপজেলার শিয়ালজুড়ি গ্রামে বিষধর সাপের কামড়ে সবুজ মোল্যা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সবুজ শিয়ালজুড়ি গ্রামের আকবার মোল্যার বড় ছেলে। পেশায় একজন কাঠমিস্ত্রীর।
সবুজের ছোট ভাই সোহেল মোল্যা জানান, সোমবার রাতে সবুজ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে দংশন করে। এসময় সবুজের চিৎকারে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা তার বাম কানের লতিতে কামড়ের ক্ষত দেখতে পায়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এদিকে কালো রংএর বিষধর সাপটিকে পরিবারের সদস্য পিটিয়ে মেরে ফেলে বলে জানান সোহেল।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি