পিবিএ,মাগুরা : মাগুরায় করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো’র উদ্যোগে ১৬০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল রবিবার দুপুরে শহরের কলেজ রোডে ইসাডো’র কার্যালয়ের সামনে এ খাদ্যসামগ্রী তুলে দেন ইসাডো’র নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা উপ-পরিচালক জাহিদ আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম। বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে প্রতি জনের জন্য চাল ৭ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, লবন ১ কেজি, ডিম ১২টি।
পিবিএ/মোখলেছুর রহমান/এএম