পিবিএ,মাগুরা: মাগুরা শহরের নতুন বাজার এলাকায় করোনা উপসর্গ নিয়ে নিমাই চন্দ্র সাহা (৫৭) নামের এক পাট ও ভূমি মাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।
নিমাই চন্দ্র সাহার ছেলে তন্ময় সাহা জানান, বেশ কিছুদিন ধরে তার বাবা শরীরের জ্বর, শ্বাস কষ্টে ভুগছিলেন। গত ১৭ জুলাই তিনি শালিখা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তবে সে সময় পরীক্ষার রিপোর্টে নেগেটিভ আসে। এরপর বাড়িতে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার রাতে সাড়ে ১২ টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসাপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকতৃা উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, নিমাই চন্দ্র সাহা গত ১৭ জুলাই শরীরের ঠান্ডা জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষার তার ফলাফল নেগেটিভ আসে।
অন্যদিকে, শনিবার মাগুরায় নতুন করে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে পৌরসভায় ২ জন, সদর উপজেলায় ৩ জন, মহম্মদপুরে ৩ জন, শ্রীপুরে ২ জন ও শালিখায় ১ জন বাসিন্দা রয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৭৮ জন। নতুন আক্রান্তসহ হোম আইসোলেশনে আছে ১২৫ জন। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩১ জন। মাগুরা সদর হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ৮ জন। শনিবার দুপুরে মাগুরা স্বাস্থ্য বিভাগকে এ তথ্য নিশ্চিত করেছে।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি