মাগুরা শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিবিএ,মাগুরা: মাগুরা সরকারি শিশু পরিবার বালিকা এর নিবাসীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাগুরা শিশু পরিবার চত্ত্বরে জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দেড় শতাধিক শিশু অংশগ্রহণ করে। সকালে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় মাগুরার একমাত্র সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...