মাগুড়া’র পরিবর্তে মাগুরা

পিবিএ,মাগুরা: অবশেষে মটরযানের নম্বর প্লেট ও লাইসেন্সের কাগজপত্রে মাগুরার বানানের জটিলতার নিরসন হয়েছে। মঙ্গলবার সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরার সঠিক বানান সম্বলিত ৩ হাজার ৫শ টি নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


জেলা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, জেলা বিআরটিএ’র সহকারি পরিচালক এস এম মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ দিন ধরে মটরযানসহ বিভিন্ন ক্ষেত্রে মাগুরা জেলার নাম ‘মাগুড়া’ ব্যবহৃত হয়ে আসছিল। মাগুরাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ২৮ জুন ২০১৮ সালে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। যার প্রেক্ষিতে ৮ জুলাই ২০১৮ সালে ‘মাগুড়া’ নামটি সংশোধন করে ‘মাগুরা’ হয়।
প্রসঙ্গত, পূর্বে যে সকল যানবহনের প্লেটে ‘মাগুড়া’ বানানে নম্বর প্লেট আছে সে সকল যানবহন ওই নামেই চলবে।

পিবিএ/মোকলেছ /হক

আরও পড়ুন...