মিজানুর রহমান,চাদপুর: আষাঢ় ও শ্রাবন মাসের পুরো সময়টাই ইলিশের ভরা মৌসুম। কিন্তু সেই সময় পেরিয়ে এখন শুরু ভাদ্র মাস।এরপরও নদীতে ইলিশের দেখা নাই।প্রায় ইলিশ শূণ্যতা বিরাজ করছে চাঁদপুরের পদ্মা- মেঘনায়।যাও বা পাওয়া যায় তার বেশিরভাগই সাগরের। সেই ইলিশের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। এক কেজি সাইজ বা তার নিচের এক একটা ইলিশ মাছঘাটেই বিক্রি হচ্ছে হাজার থেকে ১২’শ টাকায়।আর জাটকা সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ শবেবরাত জানান, ইলিশের আমদানি কম,দামও বেশি।গত এক সপ্তাহ যাবত ঘাটে ইলিশ আমদানি দুই তৃতীয়াংশ কমে গেছে। লোকাল নদীর মাছতো নাই বললেই চলে।
ঈদের পর টানা কয়েকদিন গড়ে এক দেড় হাজার মণ ইলিশ আমদানি ও সরবরাহ ছিল।এখন সরাদিনে ৫’শ মণ ইলিশও হচ্ছে না।
জনমনে প্রশ্ন- ‘সময় তো চলে যাচ্ছে, আর কবে দেখা মিলবে সেই স্থানিয় নদ-নদীর কাঙ্ক্ষিত ইলিশের?’
ভরা মৌসুমেও নদীতে মাছ না পাওয়ায় জেলে পরিবারগুলোয় এখন বিরাজ করছে হতাশা। এতে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে জেলার প্রায় ৫০ হাজার অধিক জেলে পরিবার। নিষেধাজ্ঞা সময়ে জাটকা ও মা ইলিশ নিধন করায় চাঁদপুরের নদীতে মাছের এ সংকট বলে অভিমত পর্যবেক্ষক মহলের।
পিবিএ/এসডি