মাঝ আকাশে হেলিকপ্টার-বিমান সংঘর্ষে নিহত ৭

পিবিএ ডেস্ক: স্পেনের মাল্লোরকা দ্বীপের আকাশে হেলিকপ্টার এবং বিমানের মধ্যকার সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। সংঘর্ষে উড়োজাহাজ ও হেলিপক্টারটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আকাশে উড়োজাহাজটির সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। পুলিশের এক মুখপাত্র জানান, ছোট উড়োজাহাজটিতে দুইজন ও হেলিকপ্টারে পাঁচজন আরোহী ছিলেন। সংঘর্ষে উড়োজাহাজ ও হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছে।

তিনি জানান, হেলিকপ্টারে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং পাইলট ছিলেন। হেলিকপ্টারটি জার্মানিতে নিবন্ধিত। তবে যাত্রীরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

মাল্লোরকাসহ আশপাশের দ্বীপগুলো স্পেন ও বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্থান। বিশেষ করে গ্রীষ্মকালে প্রচুর পর্যটক এই এলাকায় ঘুরতে যান।

পিবিএ/বাখ

আরও পড়ুন...