মাটিতে পুঁতে রাখা লাশের খবর দিলো কুকুর!

পিবিএ,লালমিনরহাট: দীর্ঘ ৮ দিন নিখোঁজ থাকার পর পুঁতে রাখা লাশের সন্ধান দিলো কয়েকটি কুকুর। লালমনিরহাটের হাতীবান্ধায় একরামুল হক নামে এক যুবকের পুঁতে রাখা মরদেহ কুকুরের সহায়তায় উদ্ধার করতে পেরেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউপির সানিয়াজান নদী থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার সানিয়াজান নদীর বালু চরে একটি লাশ মাটি থেকে খুঁড়ে বের করার চেষ্টা করছে ২/৩ টি কুকুর। পাশের এক কৃষক ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেয়। পরে হাতীবান্ধা থানা পুলিশ মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে নিশ্চিত হয় ওই যুবকের নাম একরামুল হক। তিনি ফকিরপাড়া রমনীগঞ্জ এলাকার ওয়াজ আলীর ছেলে। গত ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন একরামুল।

একরামুলের চাচা তোয়াজ উদ্দিনের অভিযোগ, তার ভাতিজাকে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে ওই এলাকার নুর হাই নামে এক ব্যক্তি জড়িত এমন দাবি তার।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পিবিএ/এসডি

আরও পড়ুন...