মা‌টিরাঙ্গায় পরীক্ষার্থীদের মাঝে বিএন‌পির পানি ও কলম বিতরণ

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি: ২০২৫ সা‌লের অনুষ্ঠিতব্য এস এস সি ও সমমান পরীক্ষার প্রথম দি‌নে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ ক‌রে‌ছে বাংলা‌দেশ জা‌তীয়তাবা‌দী দল বিএন‌পি ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পির সভাপতি ও সা‌বেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে মাটিরাঙ্গা পৌরসভার ৩টি কে‌ন্দ্রে ৫ শতাধিক পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ ক‌রেন মা‌টিরাঙ্গা পৌর বিএন‌পির সভাপ‌তি শাহ জালাল কাজল।

এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০এ‌প্রিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা শিক্ষা অ‌ফিস সূ‌ত্রে জানা যায়,মা‌টিরাঙ্গা উপ‌জেলায় এবার মোট পরীক্ষার্থী স্কুল ১৩৫৬ জন, সমমান দা‌খিল ২০০ জন এবং কা‌রিগরি বো‌র্ডের অ‌ধিন (ভো‌কেশনাল) ১২৬ জন প‌রিক্ষার্থীর পরীক্ষা ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার প্রথম দি‌নে মোট ১৪জন শিক্ষার্থী অনুপ‌স্থিত রয়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রেছন উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার (ভারপ্রাপ্ত) শ‌রিফুল ইসলাম বিদ‌্যুৎ। তাছাড়া সকল পরীক্ষা কে‌ন্দ্রের সা‌র্বিক প‌রি‌স্থি‌তি সুশৃঙ্খল ও পরীক্ষা ব‌্যাবস্থা স‌ন্তোস জনক ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

আরও পড়ুন...