পিবিএ,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি): শীতার্তদের মাঝে কম্বল বিতরণ,জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন,বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে মাটিরাঙ্গা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ১৫ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান, পিএসসি।
লীগ পদ্ধতে এ টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী ম্যাচে হাতিয়াপাড়া যুব উন্নয়ন বনাম বিয়া বাঁশি ফুটবল একতা ক্লাবের মধ্যকার খেলায় ড্র হয়। এতে রেফারির দায়িত্বে ছিলেন ওংসা মারমা।
খেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, শান্তি সম্প্রীতি উন্নয়ন হচ্ছে পাহাড়ের মূলমন্ত্র। এর উপর ভিত্তি করে আমরা যাবতীয় কার্য পরিচালনা করে থাকি। আমাদের অন্যতম কার্যক্রম হচ্ছে যুব সমাজকে মাদক ও মোবাইলের কড়াল গ্রাস থেকে রক্ষা করে সূস্থ্য ,স্বাভাবিক জীবন যাপনে সহযোগিতা করা। যারা যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করে তাদের সাথে থেকে মাটিরাঙ্গা জোন সব সময় সহযোগিতা করে যাবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাটিরাঙ্গা পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম পাটোয়ারী।
মাটিরাঙ্গা ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত খেলায় মাটিরাঙ্গা টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান যুবদলের আহ্বায়ক জয়নাল আবদিন সরকার, পৌর বিএনপি সহ সভাপতি নারায়ন ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুন্টামেন্ট-২০২৪ এর জেল কমিটির আহবায়ক তুহিন কুমার দে, যুগ্ম আহ্বায়ক সুলতান আহাং ভুইয়াসহ ক্রীড়ামোধি অনেকেই উপস্থিত ছিলেন।