মা‌টিরাঙ্গায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ

‌মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি: খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন) ,ঔষুধ প্রদান এবং ত্রাণ ও শিক্ষা সামগ্রী অনুদান প্রদান প্রদান ক‌রে‌ছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) ।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) আওতা‌ধীন এলাকায় যামিনীপাড়া জোন কমান্ডার লে: কর্নেল মো: খালিদ ইবনে হোসেন, পিএসসি অনুদানমূলক কর্মকান্ড পরিচালনা করেন।

অনুদা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে,আবেদনের প্রেক্ষিতে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান সামগ্রী (ঢেউটিন),শিক্ষা সহায়ক সামগ্রী অনুদান এবং জোনের আওতা‌ধীন মুসলিমপাড়া, পংপাড়া ও পোড়াবাড়ী এলাকায় বসবাসরত ৬১০ জন পাহাড়ী-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়। এ‌তে সুবিধা ভোগীরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে উত্তর উত্তর সাফল‌্য কামনা ক‌রেন।

যামিনীপাড়া জোন কমান্ডার জানান, দে‌শের সীমান্ত রক্ষার পাশাপা‌শি পার্বত‌্য এলাকায় আর্তমানবতার সেবা ও সস্প্রদা‌য়িক সম্প্রী‌তি বজায় রাখার ল‌ক্ষে কাজ কর‌ছে বি‌জি‌বি। আগামী‌তেও এ ধারা অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

আরও পড়ুন...