মা‌টিরাঙ্গায় বিয়া বাঁশি ওয়াদুদ ফুটবল টুর্ণা‌মেন্টের ফাইনাল অনু‌ষ্ঠিত

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা (খাগড়াছড়ি): খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গার তবলছ‌ড়ি‌তে বিয়া বাঁশি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকালের দিকে তবলছ‌ড়ি যতনকুমার কারবা‌রিপাড়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ণ ফাইনাল খেলায় তবলছ‌ড়ি ৫নং ওয়ার্ড কু‌মিল্লা‌টিলা যুব হিলস্টার ক্লাব এবং ৬নং ওয়ার্ড জিয়া স্মৃ‌তি ক্লাব খেলায় অংশ গ্রহন ক‌রে।

এ‌তে নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল কর‌তে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে কু‌মিল্লা‌টিলা যুব হিলস্টার ক্লাব জিয়া স্মৃ‌তি ক্লাবকে ৪-১‌ গো‌লে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দি টুর্নামেন্টের পুরস্কার লাভ করে কু‌মিল্লা টিলা যুব হিল স্টার ক্লা‌বের জাহাঙ্গীর। সেরা গোলকিপার নির্বাচিত হয় মোল্লাবাজার টি‌মের মামুন।

তবলছ‌ড়ি ইউ‌নিয়ন বিএন‌পি অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের আ‌য়োজনে অনু‌ষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে পুরুষ্কার বিতরণ ক‌রেন খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পি সাধারণ সম্পাদক এম এন আবছার।

খেলাধুলার মাধ্যমে ঝিমিয়েপড়া যুব সমাজকে উজ্জীবিত করার আহ্বান জা‌নি‌য়ে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এমএন আবছার ব‌লেন, সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পতিত ফ‌্যা‌সিস্ট সরকা‌রের সময় এলাকায় সন্ত্রাস আর ম‌দের স্বর্গ রা‌জ্যে প‌রিনত হ‌য়ে‌ ছি‌লো। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে বিয়া বা‌ঁ‌শি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে বলে আশাবাদ ব‌্যক্ত ক‌রেন তি‌নি। প‌রে শীতার্থদের মা‌ঝে কম্বল বিতরণ ক‌রেন তি‌নি।

তবলছ‌ড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহী‌মের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অ‌নি‌মেস চাকমা রিংকু প্রমুখ।

এসময় জেলা ম‌হিলা দ‌লের সাধারণ সস্পাদক শা‌হেনা আক্তার মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপ‌তি শাহ জালাল কাজল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক জয়লাল আ‌দিন সরকার, সাংগঠ‌নিক সস্পাদক জামাল উ‌দ্দিন জালাল তবলছ‌ড়ি উ‌নিয়ন বিএন‌পি সাধারণ সম্পাদক মো: ফজলুল হক চৌধুরী (লিটন) এবং ক্রিড়ামু‌দি হাজ‌া‌রো দর্শক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...