মা‌টিরাঙ্গায় যুবদ‌লের ‌বি‌ক্ষোভ সমা‌বেশ

‌মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি: নি‌ষিদ্ধ ঘো‌ষিত ছাত্র সংগঠন ছাত্রলী‌গের লিফ‌লেট বিতরণ ও নৈরাজ‌্য সৃ‌ষ্টির প্রতিবা‌দে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙায় বিক্ষোভ মিছিল ও সমা‌বেশ ক‌রেছে মা‌টিরাঙ্গা পৌর যুবদ‌ল, ছাত্রদ‌ল ও স্বেচ্ছা‌সেবক দল।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধা ৭টার দি‌কেমা‌টিরাঙ্গা উপ‌জেলা দলীয় কার্যালয়ের সাম‌নে থে‌কে মিছিল‌টি ‌পৌর শহ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে পুনঃরায় দলীয় কার্যালয় সাম‌নে স‌ং‌ক্ষিপ্ত সমা‌বে‌শ করা হয়।

এ‌তে পৌর য‌ুবদ‌লের আহ্বায়ক ‌গিয়াস উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম পা‌টোয়রী, ছাত্রদ‌লের আহ্বায়ক রানা প্রমুখ বক্তব‌্য রা‌খেন।

ফ‌্যা‌সিস্ট শেখ হা‌সিনা ভার‌তে ব‌সে দেশবি‌রোধী ষড়য‌ন্ত্রে লিপ্ত র‌য়ে‌ছে উ‌ল্লেখ বক্তারা ব‌লেন,‌ দে‌শের মা‌টি‌তে কোনো নৈরাজ‌্যকে সহ‌্য করা হ‌বেনা। দেশবি‌রোধী ষড়যন্ত্র প্রতিহত ও জন‌নেতা ওয়াদুদ ভুইয়া‌র হাত‌কে শ‌ক্তিশ‌া‌লি কর‌তে সকল‌কে ঐক‌্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে নেতাকর্মী‌দের প্রতি আহ্বান জানান বক্তারা।

এসময় পৌর বিএন‌পি অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন...