পিবিএ,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪ নং পৌর ওয়ার্ড যুবদল কর্মী মো. আরমান উদ্দিন রমজান (৩৫) এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে।
গতকাল সোমবার (৪ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড আদর্শগ্রাম (লাতুলিডারপাড়া) এলাকায় হামলার ঘটনা ঘটে।
রমজান একই পৌর ওয়ার্ড পলাশপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে। সে মাটিরাঙ্গা বাজারে ঔষধ দোকানদার।
জানা যায় রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় ১৫-২০ জন আওয়ামী লীগ সমর্থক লাঠিসোটা দিয়ে এলোপাথারী মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেন।
উল্লেখ্য যে, গত ১ এক সপ্তাহে মাটিরাঙ্গায় কুপিয়ে যখমসহ অন্তত ৩ জন বিএনপি নেতাকর্মীর উপর সন্ত্রসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন জানান, আওয়ামী সন্ত্রাসীরা দিনভর বাড়িতে ঘুমায়। রাত হলে বিএনপি নেতাকর্মীর উপর চোরাগুপ্ত হামলা চালায়। অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌফিকুল ইসলাম জানান, হামলার বিষয়টি অবগত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।