মা‌টিরাঙ্গায় সেনাবা‌হিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

‌মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা (খাগড়াছ‌ড়ি): খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মান‌বিক সহায়তা হি‌সে‌বে শিক্ষা সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন বাংলা‌দেশ সেনাবা‌হিনী মা‌টিরাঙ্গা জোন ।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপু‌রের দি‌কে মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের অন্তর্গত দুর্গম নাইক্যাপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বসার বেঞ্চ ও চেয়ার বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আবুল কালাম শামসুদ্দিন রানা।

এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল মো: কামরুল হাসান, উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, স্কুলের শিক্ষক, ছাত্র-ছাএী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার বলেন, শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়নের ধারায় শুরু থে‌কে পাহা‌ড়ে সাম্প্রদা‌য়িক বজায় রাখ‌তে আর্তমানবতার সেবায় কাজ কর‌ছে বাংলা‌দেশ সেনাবা‌হিনী। আগামী‌তেও এ ধারা অব‌্যাহত থাক‌বে বলে জানা তি‌নি।

স্কুলের বেঞ্চ ও চেয়ার পেয়ে শিক্ষক ও এলাকাবা‌সী সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সকল ক্ষেত্রে সাফল‌্য কামনা ক‌রেন।

আরও পড়ুন...