মাটিরাঙ্গা সেনা জো‌নের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মো: এনামুল হক. মা‌টিরাঙ্গা (খাগড়াছড়ি): শান্তি-সম্প্রীতি ও উন্নয়‌নের ধারাবা‌হিকতায় দুর্গম পাহা‌ড়ি এলাকা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে স্থানীয়‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে চি‌কিৎসাসেবা ও ঔষধ প্রদান কার হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপ‌জেলার গকুলপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় মা‌ঠে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। মাটিরাঙ্গা জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক স্থানীয়দের মাঝে চিকিৎসাসেবা ও বিনামু‌ল্যে ঔষধ প্রদান করেন ।

এসময় পাঁচ শতাধিক স্থানীয় দ‌রিদ্র পাহাড়ি বাঙালির মা‌ঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সিকিৎসাসেবা ও ঔষধ পে‌য়ে সু‌বিদা ভো‌গীরা বাংল‌দেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

আরও পড়ুন...