মাতৃভাষা দিবসে রাবিতে চিত্রাংকন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা

মনির হোসেন মাহিন,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডের পাশে শহীদ স্মৃতি সংগ্রহশালার ব্যবস্থাপনায় চিত্রাংকন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপাচার্য পত্নী অধ্যাপক তানজিমা ইয়াসমিন।

চিত্রাংকন ও বাংলা হস্তলিপি এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় প্লে থেকে দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীদের ক-শাখা, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী খ-শাখা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গ-শাখাতে বিভক্ত করা হয়। তিনটি শাখাতে বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। প্রত্যেক শাখা থেকে প্রথম ৫ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং বাকিদের জন্য রয়েছে সান্ত্বনা পুরুষ্কার।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে বিভিন্ন চিত্র অংকন করছেন। তার মধ্যে রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র, ১৯৫২ সালের রাজপথের চিত্র, ভাষা শহীদদের প্রতিকৃতির চিত্র, রাষ্ট্রভাষা বাংলা চাই এমন প্লেকার্ড এর চিত্র, ঢাকা মেডিকেল কলেজের চিত্রসহ বিভিন্ন বর্ণমালা আঁকছেন শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সপ্তম শ্রেনীর শিক্ষার্থী আদনান বলেন, ‘খুব ভালো লাগছে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এমন প্রতিযোগিতা সব সময় হওয়া উচিত। শহীদদেরকে যেনো আমরা স্মরণ করতে পারি’।

প্রতিযোগিতায় যোগদানকারী শিক্ষার্থীর সাথে আসা এক অভিভাবক বলেন, ‘এটা প্রশাসনের সুদূরপ্রসারী উদ্যোগ। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু শিক্ষার্থীরা তাদের ভাষা সংগ্রামের ইতিহাস জানতে পারবে, জানতে পারবে ভাষা আন্দোলনের ইতিহাসও। এরকম প্রতিযোগিতা ২১ ফেব্রুয়ারির দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সব সময় চলমান রাখা উচিত’।

 

আরও পড়ুন...