মাদকবিরোধী সভায় মদ খেয়ে গেলেন তিনি, শেষে গেল চাকরিটাও

পিবিএ ডেস্ক: মাদক থেকে মানুষকে সচেতন করতে আয়ে‍াজিত র‍্যালিতে মদ খেয়ে মাতাল অবস্থায় চলে এলেন পুলিশ। এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে আয়োজন করা হয়েছিল ওই র‍্যালির। সে মিছিলেই থানার ইনচার্জ (আইসি) হাজির হয়েছেন ‘মাতাল’ অবস্থায়। টলতে টলতে দিয়েছেন বক্তৃতা।

জানা যায়, মাতাল অবস্থায় বক্তৃতা দেয়ায় সভার আয়োজকদের কপালে ভাঁজ পড়ে প্রথমে। পরে তাকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশের তরফে গত বুধবার মাদকবিরোধী সচেতনতার প্রচারের জন্যে সোনারপুর থেকে বৈকণ্ঠপুর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছিলেন। হাজির ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদমুনির খান, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুও।

অভিযোগ, ওই মিছিলে সোনারপুর থানার আইসি অসিতবরণ কুইল্যা মাতাল অবস্থায় হাঁটছিলেন। প্রথম থেকেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। একটা সময়ে মাইক্রোফোন হাতে বক্তৃতা দেন।

পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন, তাকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে চলছে তদন্ত।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...