মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। শিশুসহ সবাইকে এ মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নিতে হবে। এটি না পারলে আমরা অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবো।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন ধূমপানবিরোধী আন্দোলন করেছিলাম তখন মাত্র একদিনে ধূমপান বন্ধ করতে পারিনি। এরপ আইন করেছি, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি। এতেও পুরোপুরি বন্ধ করতে পারিনি। কিন্তু যখনই আমরা মিডিয়ায়, স্কুল-কলেজে, হাট-বাজারে, মসজিদ-মাদরাসায় সামাজিক আন্দোলন করেছি। তখনই বোঝাতে সক্ষম হয়েছি যে ধূমপান আসলেই বিষপান। এরপর কিন্তু প্রকাশ্যে ধূমপান অনেক কমে গেছে।

তিনি আরো বলেন, মাদকবিরোধী এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে আমরা অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবো। ইয়াবা, এলএসডি, হেরোইনসহ নানা ধরনের মাদক বহন করা খুবই সহজ। এগুলো আঙুলের ফাঁকেই নিয়ে আসা যায়। কাজেই এগুলোকে ধরা, চেক করা এবং আইডেন্টিফাই করা মুশকিল। তবে আমরা বসে নেই। আমরা সীমান্তে-বিমানবন্দরে ড্রাগ কিংবা বিস্ফোরক দ্রব্য (ধরতে) প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করছি। এতে মাদক সরবরাহের রাস্তা কমে আসবে।

আসাদুজ্জামান খান বলেন, মাদকের চাহিদা কমাতে না পারলে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো না। সেজন্য গণমাধ্যমকে মাদকের ক্ষতিকর দিকগুলো বেশী বেশি প্রচার করতে হবে। এতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা সহজ হবে।

আরও পড়ুন...