মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: কুজেন্দ্র লাল ত্রিপুরা

khagrachari-pba

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ০১ গোলে ইয়াং স্টার ক্লাবের কাছে পরাজিত হলো সূর্য শিখা ক্লাব। বৃহস্পতিবার বিকেলে দর্শক মতানো উত্তেজনা পূর্ন খেলার দ্বিতীয় আর্ধে মাঝামাঝিতে ইয়াং স্টার ক্লাবের বিদেশী খেলোয়ার বকুলা’র দেখার তার খেলার নৈপুন্যতা।

গোল না হওয়ার হতাশায় যখন দর্শকরা ঝিমিয়ে পড়ছিলেন তখনি বিদেশী দুরন্ত খেলোয়াড় বকুলার পায়ের ছোয়ায় আসে ইয়াং স্টার ক্লাবে জয়। খেলাশেষে প্রধান অতিথি উপজাতীয় শরর্ণাথী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মো: হামিদুল হক, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম,পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিক্ষা ও আইসিটি মুহাম্মদ আবুল হাশেম,নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ১ লক্ষ টাকা ও রানার আপ গ্রুপকে ৫০ হাজার টাকাসহ ক্রেষ্ট তুলে দেন আগত অতিথিরা। এতে প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, খেলাধুলা সম্প্রীতির বন্ধনকে জোরদার করে। সে সাথে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...