পিবিএ,গুরুদাসপুর(নাটোর): “অপকর্ম রোধে অপকর্মের ব্যবহার, মাদক বিক্রেতার বাড়ি হোক গণ শৌচাগার” এমন একটি স্লোগান লিখে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকাসহ পথে পান্তরে বিল বোর্ড করে টাঙ্গিয়ে দিয়েছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোজাহারুল ইসলাম।
গুরুদাসপুর থানায় তিনি যোগদান করার পর থেকেই মাদক, সন্ত্রাস, জঙ্গী, জুয়া, বাল্য বিবাহসহ সমাজের সকল অপরাধ সাহসীকতার সাথে দমন করে যাচ্ছেন। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনাই তার কাজ।
ওসি বলেন, গুরুদাসপুর উপজেলায় মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদদের কোন ঠাঁই হবেনা। মাদক বিক্রেতা এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। তাকে কোন ছাড় দেওয়া হবে না। নাটোর জেলা পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশে আমি উপজেলার বিভিন্ন এলাকাসহ পথে পান্তরে বিলবোর্ড লাগিয়েছি। গুরুদাসপুর উপজেলায় মাদক বিক্রেতা নেই বললেই চলে। তারপরও তাদের জ্ঞ্যাতার্থে এই বিলবোর্ড লাগানো। অন্যায়ের বিপক্ষে আমরা সব সময় তৎপর।
পিবিএ/এনএইচএন/আরআই