মাদক তৈরীর সরঞ্জামসহ কুমিল্লায় আটক ১

comilla-pba

পিবিএ,কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক তৈরীর সরঞ্জামসহ অশ্রু আহমেদ শামীম (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৫ মার্চ) রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার পদুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়ার বুড়নকরা গ্রামস্থ ফরায়েজী ডেইরী এন্ড পোল্ট্রি খামার এর অফিসে থেকে মাদক তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ অশ্রু আহমেদ শামীম (৩৫) নামে একজনকে আটক করা হয়। সে উপজেলার বুড়নকরা উত্তর পাড়ার মো. শাহ্ আলম ফরায়েজীর ছেলে।
এসময় ফরায়েজী ডেইরী এন্ড পোল্ট্রি খামার এর অফিসের একটি গোপন কক্ষ থেকে চিনির সিরাপ, ফ্লেভার, ঘন চিনি, রং, স্পিরিট, খালী বোতল, বোতলের কর্ক, লেভেল ইত্যাদি উদ্ধার করে।
পরবর্তীতে র‌্যাবের জিজ্ঞাসাবাদে শামীম জানায়, উক্ত আলামত সমূহ ব্যবহার করে সে বিশেষ পন্থায় বিভিন্ন ধরনের মাদক তৈরী করে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। পোল্ট্রি ব্যবসার আড়ালে প্রকৃতপক্ষে শামীম মাদক তৈরী ও গোপনে তা বিক্রি করে থাকে।
আটককৃত শামীমের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

 

পিবিএ /এমএই্চ/হক

আরও পড়ুন...