মাদক বিক্রির দায়ে যুবককে ৩ মাসের কারাদন্ড

পিবিএ, মানিকগঞ্জ: মাদকদ্রব্য বহন ও বিক্রির দায়ে মানিকগঞ্জে মোঃ আল আমিন ওরফে বাবু (২৫) নামের এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আল আমিন মানিকগঞ্জ পৌরসভার দাশড়া এলাকার
আলমগীর হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত রয়েছে আল আমিন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাশড়া এলাকার নিজ বাড়িতে থেকে ৪০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের
মাধ্যমে তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।

পিবিএ/এমআইএম/জেডআই

আরও পড়ুন...