মাদক ব্যবসায়ীদের সর্বাংশে ধ্বংস করতে হবে: র‌্যাব ডিজি

 

rab-dg-pbaপিবিএ,গোপালগঞ্জ: র‌্যাব মহা-পরিচালক বেনজীর আহমেদ বলেছেন, মাদক ব্যবসায়ীদের আমাদের দেশে প্রয়োজন নেই। আমাদের সমাজ থেকে এই কুলাঙ্গারদের সর্বাংশে ধ্বংস করতে হবে, নির্মূল করতে হবে। মাদক ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের নিষ্ঠুর হতে হবে। যদি আমরা সুষ্ঠু সমাজ গঠন করতে চাই তাহলে মাদক নির্মূল করতে হবে।

শনিবার বিকেলে গোপালগঞ্জ শহরের সোনালী স্বপ্ন একাডেমীর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইস্তেহারে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দূর্ণীতির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশে ৭০ থেকে ৮০ লক্ষ লোক নিয়মিত মাদক সেবন করে। এতে আমাদের এক লক্ষ কোটি টাকা খরচ হয়। আমরা এক বছরে এক লক্ষ কোটি টাকা বিনা কারণে খরচ করছি, এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মাদকসেবীদের পরিবার থেকে আদর, যত্ন ও ভালবাসা দিয়ে ফিরিয়ে আনতে হবে। তারপরও সম্ভব না হলে তাদের চিকিৎসা করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে।যারা ইসলামের দোহাই দিয়ে জঙ্গিবাদের মাধ্যমে খুন, রক্তপাত করতে চায়, তারা মুসলমান হতে পারে না। এরা ইসলামের দুঃশমন। আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র আছে, এরা হচ্ছে ওই ষড়যন্ত্রকারীদের অংশ।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বেনজীর বলেন, আগামী ১৫ বছর পর আমরা উন্নত দেশের কাছাকাছি চলে যাবো। এসব শিক্ষার্থীরা তখন কর্মজীবনে প্রবেশ করবে। তখন তাদের বিশ্বের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মজীবনে প্রবেশ করতে হবে। তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো করে প্রস্তুত করতে হবে। তা না হলে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে।

সোনালী স্বপ্ন একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাজমুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অ্ন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসলাম খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অধ্যক্ষ গণেশ চন্দ্র বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃ্ত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...