মাদক ব্যবসায়ীদের ‘সহযোগী’ টিয়া পাখি গ্রেপ্তার

ছবি: বিবিসি

পিবিএ ডেস্ক: মাদক বিক্রেতাকে সাহায্য করার দায়ে জেলে যেতে হয়েছে এক টিয়া পাখিকে। এমন ঘটনা ঘটেছে ব্রাজিলে। খবর এনবিসি নিউজের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই টিয়া পাখিটি এক মাদক ব্যবসায়ীর। দেশটির পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গোপনে গ্রেফতার করতে গেলে ওই বাড়িতে থাকা টিয়া পাখিটি চিৎকার শুরু করে। বলতে থাকা, ‘মামা পুলিশ’।

তবে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন মাদক ও বিপুল পরিমাণে টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ।

ওই অভিযানে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, টিয়া পাখিটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছিলো। যার কারণে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে গেলে পুলিশ ব্যর্থ হয়ে ফিরে আসত।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ব্রাজিলের ভিলা ইরমা দুলসি এলাকায় এ ঘটনা ঘটেছে। মাদক ব্যবসায়ীদের ধরতে গেলেই ওই টিয়া চিৎকার করে সতর্কবার্তা দিত!

সোমবার বিকেলে মাদক বেচাকেনার আস্তানা একটি গুহায় অভিযান চালিয়ে ওই টিয়া পাখিকে আটক করেছে পুলিশ। স্বামী-স্ত্রী মিলে দুই ব্যক্তি ওই মাদক আস্তানাটি চালাতো।

তবে পুলিশ হেফাজতে দেখা গেছে, পাখিটি একদম চুপচাপ। কোনো ধরনের শব্দই এটি করে না। খাঁচার সামনে পুলিশ গিয়ে দাঁড়ালেও এটি কোনো শব্দ করে না।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...