মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রহমত উল্লাহ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২টায় গেন্ডারিয়ার নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, ২০১১ সালে অবৈধ মাদকসহ রহমত উল্লাহকে গ্রেফতার করে গেন্ডারিয়া থানা পুলিশ। বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত রহমত উল্লাহকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। গ্রেফতার এড়াতে সে আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে রহমত উল্লাহকে গেন্ডারিয়ার নামাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে গেন্ডারিয়া থানা পুলিশ।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদপুর মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত রহমত উল্লাহকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।