মাদক মেশানো পানীয় খাইয়ে ২২ জন মিলে নাবালিকাকে ধর্ষণ

পিবিএ ডেস্ক: ৭ মাস ধরে ২২ জনের লালসার শিকার হলেন ১১ বছরের নাবালিকা। মেয়েটির কানে সমস্যা রয়েছে। ভারতের চেন্নাইয়ের পুরাসাওয়ালাকামের একটি অ্যাপার্টমেন্টে মেয়েটির উপর যৌন নির্যাতন চালায় নিরাপত্তারক্ষী, কল মিস্ত্রি ও লিফ্টম্যান।

পুলিশ সূত্রে বলছে, মেয়েটিকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করা হতো। এরপর পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করে নাবালিকাকে ব্ল্যাকমেল করা হত মুখ বন্ধ রাখার জন্য। দিনে পর দিন হয়ে যাওয়া নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে নিজের বড় দিদিকে বিষয়টি জানায় নাবালিকা। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়।

ওই নাবালিকা জানিয়েছে, ওই কমপ্লেক্সে প্রায় ৩০০টি ফ্ল্যাট রয়েছে যার মধ্যে বেশিরভাগই খালি রয়েছে। প্রথমে রবি কুমার নামে লিফটম্যান (৬৬) তাকে ধর্ষণ করা হয়। এর তিনদিন পর আরও দু’জনকে নিয়ে আসে রবি কুমার। মদ্যপ ওই ব্যক্তিরা তাকে ধর্ষণ করে ও ঘটনাটি রেকর্ড করে রাখে। এরপর একের পর এক লোক বাড়তেই থাকে। স্কুলভ্যান থেকে নামার পরই রবি নাবালিকাকে কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

মেয়েটির বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। মা ভাবতেন বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে মেয়ের। মেয়েটিকে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে জানা যায় যে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...