পিবিএ ডেস্ক: মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে ঘটনাটি ঘটে এবং এ ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, একটি সামরিক কুচকাওয়াজ শেষে এ ঘটনা ঘটে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার না হলেও কর্তৃপক্ষ জানিয়েছে পদদলনের ঘটনা ঘটে তখনই যখন কুচকাওয়াজ শেষে মানুষ বের হতে নেয়, আর পুলিশ স্টেডিয়ামের ফটকগুলো বন্ধ করে দেয়।
সামরিক বাহিনীর কুচকাওয়াজ ও কনসার্ট দেখার জন্য হাজার হাজার লোক স্টেডিয়ামটিতে জড়ো হয়েছিল। কিছু প্রত্যক্ষদর্শীরা বলছেন, লোকজন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল কিন্তু কর্তৃপক্ষ শুধু ছোট একটি দরজা খুলে রেখেছিল।
এ ঘটনার পরে দেশটির রাষ্ট্রপতি এন্ড্রি রাজোইলিনা আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। আহতদের চিকিৎসার খরচ রাষ্ট্র বহন করবে বলেও জানান তিনি।
২০১৮ সালের সেপ্টেম্বরে একই স্টেডিয়ামেই এক ফুটবল ম্যাচ চলাকালীন দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছিলেন।
পিবিএ/বাখ