পিবিএ,ঢাকা: ফেনীর নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে.সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশের ময়না তদন্ত করেন ফরেনসিক বিভাগের প্রভাষক সহ কয়েকজন চিকিৎসক। ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, নুসরাতে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরে পুরার কারণেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষাগারে পাঠানোর জন্য ডিএনএ সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর ফ্রী এম্বুলেন্স এর মাধ্যমে লাশটি বাড়ি পৌছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পিবিএ/এইচএ/হক