মাধবদীতে ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

পিবিএ,নরসিংদী: নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ শাখার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একে একে কয়েকজন গ্রাহক ব্যাংক সম্পর্কে আলোচনা করেন।

এছাড়া ইসলামী ব্যাংকের শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম মোস্তাফা স্বাগত বক্তব্যের পর আরো আলোচনা করেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, তিথি গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক চন্দন কুমার সাহা, এম বি টাওয়ারের মালিক মনিরুজ্জামান, মাধবদী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন আহমেদ, ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এসময় ব্যাংকের সহস্রাধিক গ্রাহক উপস্থিত ছিলেন

পিবিএ/এসআই

আরও পড়ুন...