মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

পিবিএ,নরসিংদী: নরসিংদীর মাধবদীতে কাঁঠালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মোস্তফা মানিক (৩৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাঁঠালিয়া গ্রামের রাহিমা খাতুনের ছেলে। সে দীর্ঘ বছর ধরে নানার বাড়ীর এলাকায় বিবাহ করে থাকেন।

বিদ্যুৎস্পৃষ্টে
মোস্তফা মানিক (৩৮)

নিহতের স্বজনরা জানান, মোস্তফা মানিক স্থানীয় বাজারে একটি ইলেক্ট্রিক দোকান পরিচালনা করতো পাশাপাশি ইলেক্ট্রিশিয়ান হিসেবে মানুষের কাজ করতেন। ঘটনার দিন সকালে পার্শ্ববর্তী নোয়াকান্দী গ্রামের হানিফ মিয়ার বাড়ীতে একটি পাম্প মেরামতের কাজ করতে যান। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি আহত হন। পরে ওই বাড়ির লোকজন তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিসৎক মনির হোসেন তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্ত্রী শাহিনুর বেগম বলেন, তার স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মোস্তফা-শাহিনুরের সংসারে তিন পুত্র সন্তার রয়েছে। বড় ছেলে তারেক এবার এসএসসি পরিক্ষা দিয়েছে। বাকী দুইজন ছোট। স্বামীকে হারিয়ে শাহিনুর বেগমের সংসারে এখন ঘোর অন্ধকার বলে তিনি জানান।

শনিবার দুপুর দুইটায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ মোল্লা ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

পিবিএ/কেএস/আরআই

আরও পড়ুন...