মানকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু, আহত দুই

পিবিএ,মানকিগঞ্জ: প্রতিবেশীর ঘরের আসবাবপত্র সরাতে সহযোগীতা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন চিনু রাজবংশী (২৮) নামে এক গৃহবধু।

নিহত গৃহবধু চিনু রাজবংশী ওই গ্রামের রবী রাজবংশীর স্ত্রী । এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এই ঘটনা ঘটে।

নিহতের পারিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দুপুরে প্রতিবেশী আব্দুল বারেকের বাড়ির একটি ঘরের আসবাবপত্র সরানোর জন্য পাশের বাড়ির গৃহবধু চিনু রাজবংশীকে ডেকে আনা হয় । এসময় বারেকের ছেলে জাহাঙ্গীর, পুত্রবধু মাকসুদার সাথে পাশের বাড়ির চিনু রাজবংশী ঘরের একটি সোকেচ সরাতে গেলে তিনজনই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।

পরে বাড়ির অন্য সদস্যরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিনু রাজবংশীকে মৃত ঘোষনা করেন।

আহত জাহাঙ্গীর ও মাকসুদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীর ঘরের আসবাবপত্র সরাতে সহযোগীতা করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন চিনু রাজবংশী (২৮) নামে এক গৃহবধু।
মানিকগঞ্জে বিদুৎ পিষ্ঠে গৃহবধুর মৃত্যু
তবে নিহত গৃহবধুর স্বামী রবি রাজবংশীর অভিযোগ, দুর্ঘটনার পর ওই বাড়ির লোকজন তাদের নিজেদের দুইজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার স্ত্রী বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘরের এক কোণে পড়ে থাকলেও সেদিকে তাদের খেয়াল ছিল না। দ্রুত হাসপাতালে নেয়া গেলে তার স্ত্রীকে বাঁচানো যেতো বলে রবি রাজবংশী দাবী করেন।
ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পিবিএ/এমআইএম/আরআই

 

আরও পড়ুন...