মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানবিক আবেদন

মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টি আকর্ষণ করছি-মনিজা আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ।

সভাপতি বেতন বিলে স্বাক্ষর না দেয়ার কারণে আমরা শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ এর ৫০ জন শিক্ষক ও কর্মচারীবৃন্দ সরকারি বেতন ৪ মাস এবং প্রতিষ্ঠান প্রদত্ত ভাতাদি ৭মাস যাবৎ পাচ্ছি না। ফলে সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ মানববেতর ও দুঃসহ জীবন যাপন করছে। উল্লেখ্য যে, বর্তমান ভয়াবহ পরিস্থিতিতেও উনার মানবিক আচরণের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি না।

সুতরাং করোনা পরিস্থিতিতে আমরা যাতে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারি সেজন্য আমি মনিজা আহমেদ অত্র প্রতষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি এবং সদয় হস্তক্ষেপ কামনা করছি। বিজ্ঞপ্তি।

 

 

আরও পড়ুন...