পিবিএ ডেস্ক: কোরআনুল কারিমে মানবজাতির প্রতি উপদেশ দিয়েছেন আল্লাহ তায়ালা।
তাহাজ্জুদ আদায় করো
ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সিজদারত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখেরাতকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে—সে কি তার সমান যে তা করে না? …’ (সুরা : ঝুমার, আয়াত : ৯)
জ্ঞানী ও মূর্খ কখনো সমান নয়
ইরশাদ হয়েছে, ‘… বলুন! যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধশক্তিসম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে।’
(সুরা : ঝুমার, আয়াত : ৯)
আল্লাহকে ভয় করো
ইরশাদ হয়েছে, ‘বলুন! হে আল্লাহর মুমিন বান্দারা! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। …’ (সুরা : ঝুমার, আয়াত : ১০)
আল্লাহর কাছে আত্মসমর্পণ করো
ইরশাদ হয়েছে, ‘আর আমি আদিষ্ট হয়েছি, আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হয়।’ (সুরা : ঝুমার, আয়াত : ১২)
আল্লাহর অবাধ্যদের জন্য রয়েছে মহাশাস্তি
ইরশাদ হয়েছে, ‘বলুন! আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তির।’ (সুরা : ঝুমার, আয়াত : ১৩)