মানব‌বিক রাষ্ট্র গঠন কর‌তে চায় জামায়াত: ইয়াকুব আলী চৌধুরী

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা (খাগড়াছ‌ড়ি): ইসলাম কোনো সাস্প্রদা‌য়িকতা সমর্থন ক‌রেনা। এটি সকল সম্প্রদা‌য়ের জন‌্য নিরাপদ স্থান উ‌ল্লেখ ক‌রে কু‌মিল্লা মহনগর জামায়া‌তে ইসলামীর কর্মপ‌রিষদ সদস‌্য ও বাংলা‌দেশ স‌ুপ্রিম কো‌র্টের আইনিজী‌বী এড‌ভো‌কেট ইয়াকুব আলী চৌধুরী ব‌লে‌ছেন, বাংলা‌দেশ জামা‌তে ইসলামী এক‌টি মান‌বিক রাষ্ট গঠন কর‌তে চায়। ‌যেখা‌নে সকল সম্প্রা‌য়ের মানু‌ষের অ‌ধিকার নি‌শ্চিত করা হ‌বে।

শ‌নিবার (২২ মার্চ) খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা চৌধুরী ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে মা‌টিরাঙ্গা পৌর জামায়া‌তে ইসলামীর আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত ইফতার পূর্ব আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

দুর্নী‌তি দমন ক‌মিশন জামায়াতের এম‌পি মন্ত্রী‌দের দুর্নী‌তিমুক্ত সা‌র্টিফি‌কেট দি‌য়ে‌ছেন উ‌ল্লেখ ক‌রে প্রধান অ‌তি‌থি ব‌লেন, জামায়া‌তে ইসলামী দে‌শের কোনো দ‌ুর্নীতির সা‌থে সংপৃক্ত নয়। কোনো রাজনৈ‌তিক দল দুর্নী‌তিমুক্ত সা‌র্টিফি‌কেট অর্জন কর‌তে পা‌রে নাই। ইসলাম প্রতিষ্ঠা করার মাধ‌্যমে বাংলা‌দেশকে এক‌টি দুর্নী‌তিমুক্ত রাষ্ট চায় জামায়াত। ক্ষমতায় আস‌লে আগামী ৫ বছ‌রে দেশ‌কে স্ব‌নির্ভর দে‌শে প‌রিণত করা হ‌বে । তাই দুর্নী‌তিমুক্ত টেকসই বাংলা‌দেশ গড়‌তে আগামী সংসদ নির্বাচ‌নে জামায়া‌তে ইসলামীকে ভোট দি‌তে সক‌লের প্রতি আহ্বান জানান তি‌নি।

অনুষ্ঠা‌নে মা‌টিরাঙ্গা পৌর জামায়া‌তে ইসলামীর আমির শামসুল হ‌কে সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, বাংলাদেশ জামায়া‌তে ইসলামী খাগড়াছড়ি জেলা কর্ম পরিষদ সদস্য, অধ্যক্ষ আবুল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আমির, মাওলানা আব্দুল জলিল, সাবেক সভাপতি মাওলানা আমান উদ্দিন, ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি, মাইনউদ্দিন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন...