মানবাধিকার ইস্যুতে মার্কিন প্রতিবেদন প্রত্যাখ্যান করলো বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

পিবিএ, ঢাকা: বাংলাদেশের মানবাধিকার প্ররিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের করা প্রতিবেদনের প্রতিবাদ করেছে বাংলাদেশ। সেই সঙ্গে ঢাকায় মার্কিন দূতাবাসে একটি প্রতিবাদও পাঠানো হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলন ডাকা হয়।

বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মার্কিনিদের করা ঐ প্রতিবেদন ইল্লেখ করে তিনি বলেন, তদন্ত তারা নিজেরা মাঠে নেমে করেননি। এক্ষেত্রে তাদের নিজেদের প্রতিবেদন তৈরি করা উচিত ছিল। এটি যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য নয়। প্রতিবেদনটি অবজেকটিভ হওয়া উচিত ছিলো বলেও যোগ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন যথেষ্ট ভালো ও গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। বরং যুক্তরাষ্ট্রেই তা হয় না, সেখানে মাত্র শতকরা ২৬ ভাগ মানুষ ভোট দেয়। আমাদের দেশে এখনও শতকরা ৮০ ভাগ মানুষ ভোট দেয়। দেশটির তৈরি করা ঐ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যম ও অধিকারের বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...