মানব রূপ ও স্বভাব
ওরে মন,
তুমি পাইয়া মানব সুরাত
অর্জন না করিলে সেই সীরাত ( স্বভাব )
পার হতে না পারিবে পুলসিরাত
ভাবিয়া দেখো একবার
মানব রূপের না করিলে আদর
শুধুই দেখা যায় স্বভাবে বাঁদর
শেষবিচারে তোমার না রবে কদর
চিন্তা করে দেখো আরবার
প্রভু তোমাকে দিয়াছে আহসান সুরাত
সেই কারণে তুমি আশরাফুল মাখলুকাত
এই অমূল্য পদবী যেন না হয় বেহাত
হুস করে দেখো বার বার
সৃষ্টির মাঝে মানুষ তো খলীফাতুল্লাহ
প্রাণভরে ডাক তারে আলহামদুলিল্লাহ
তবেই পাবে রোজ হাশরে নুরুল্লাহ
খোদার বিধান চমৎকার
লেখক : বীর মুক্তিযোদ্ধা খাজা আব্দুল করিম চিশতী (অব: প্রধান শিক্ষক )