লোটন আচার্য্য,পিবিএ, সাভার : মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বহুমুখি কার্যক্রম গ্রহণ করে যুুগ উপযোগী পাঠক্রম প্রনয়ণ ও মুল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি বলেছেন, শিক্ষামমন্ত্রী দিপু মনি।
কেউ কৃষিকাজ করবে , কেউ শ্রম জীবি মানুষ হবে , কেউ বিজ্ঞানী হবে , কেউ শিল্পী হবে, কেউ সাহিত্যিক হবে, যে যাই হোক না কেন মানুষ হবে মানুষের মতো বলে পরামর্শ
দিয়েছেন তিনি।
বুধবার (১ জানুয়ারি) সকালে সাভারের ্ঐতিহ্যবাহী অধর চন্দ্র হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন ।
দিয়েছেন তিনি।
বুধবার (১ জানুয়ারি) সকালে সাভারের ্ঐতিহ্যবাহী অধর চন্দ্র হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন , মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বহুমুখি কার্যক্রম গ্রহণ করে যুুগ উপযোগী পাঠক্রম প্রনয়ণ ও মুল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি। এসময় আরো বলেন, যাতে শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমানো যায় । শিক্ষাকে আনন্দময় করা যায় । সত্যিকার অর্থে শিক্ষকে শিখন পদ্ধতি আমরা যেন সহজ করতে পারি তার লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষন দান , অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তির ব্যবহার ,গবেষণায় উৎসাহ এবং বরাদ্দ প্রদান করছি করে বলে জানান তিনি ।
এসময় তিনি আরো বলেন ,মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতা থেকে শিক্ষার্থীদেরকে দুরে থাকার আহ্বান জানান। এসময় শিক্ষার্থীদৈর মনযোগসহকারে পড়াশুনা করে নিজেদেরকে এবং দেশকে জানতে বলেন । একই সাথে তিনি আরো বলেন , একজন পরিপূর্ন মানুষ হওয়ার শুধুমাত্র জিপিএ ৫ এর পিছনে না ঘুরে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডের দিকে মনযোগী হতে হবে। এজন্য মানবিকতা, শ্রদ্ধা, পরিস্কার-পরিচ্ছন্নতা, সহমর্মিতা ও দেশপ্রেমকে সকলের আত্মস্থ করতে হবে। তাহলে এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন সেই সোনার মানুষ তৈরী করতে পারবো এবং তাদের হাতেই তৈরী হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ।
পিবিএ/এলএ/জেডআই