মানিকগঞ্জে যানবাহন সংকট; অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

পিবিএ, মানিকগঞ্জ: ঈদের শেষে কর্মস্থলগামী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। অতিরিক্ত যাত্রীর চাপে ঘাট এলাকায় তৈরী হয় জনজট। ঘাট এলাকায় দেখা দেয় যানবাহন সংকট। রাজধানীমুখী হাজার হাজার যাত্রীরা পাটুরিয়াঘাটে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করতে হয় যানবাহনের জন্য। যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে যানবাহন চালক-শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে দেয়। স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুন থেকে চারগুন পর্যন্ত ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে। এতে যাত্রীরা পড়েন বিপাকে।


সোমবার সরেজমিন পাটুরিয়াঘাটে দেখা যায়, সকাল থেকে রাজবাড়ির দৌলতদিয়াঘাট হয়ে লঞ্চে ও ফেরিতে যাত্রীরা আসতে থাকে। এছাড়া আশপাশের পদ্মা ও যমুনার চরাঞ্চল থেকেও যাত্রীরা আসতে থাকেন পাটুরিয়ায়।দুপুরের পর থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায় বহুগুন। অতিরিক্ত যাত্রীর ভিড়ে পুরো পাটুরিয়াঘাট নাকাল হয়ে পড়ে। আর এই সুযোগে পরিবহনের মালিকরা বাড়তি ভাড়া আদায় শুরু করেন।
যাত্রীরা অভিযোগ করেন, পাটুরিয়াঘাট থেকে পদ্মা লাইন, নীলাচল, যাত্রীসেবা, নবীনবরণ সার্ভিসের বাসগুলো ঢাকার গাবতলী পর্যন্ত নির্ধারিত ভাড়া ১০০ টাকা। কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৩০০ থেকে ৪০০টাকা পর্যন্ত। এসব যানবাহনের সাথে যুক্ত হয়েছে অন্য লাইনের আরো বাস এবং লোকাল বাস সার্ভিসও। যাত্রীদের অভিযোগ পরিবহন মালিকরা একটা কৃত্রিম যানবাহন সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করছে।
এব্যাপারে জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, অতিরিক্ত যাত্রীর চাপে যানবাহন স্বল্পতা দেখা দিয়েছে। ঢাকার গাবতলী থেকে বিভিন্ন পরিবহনের যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে বেশ কিছু খালি যানবাহন আনা হয়েছে। তবে বাড়তি ভাড়া আদায়ে পুলিশী অভিযান রয়েছে।
এব্যাপারে জেলা প্রশাসক এস,এম ফেরদৌস বলেন, পাটুরিয়া এবং আরিচা ঘাট থেকে ঢাকা রুটের পরিবহনে মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ে করছে এমন সংবাদের ভিত্তিতে এই দুই ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এ দুটি রুট থেকে মানিকগঞ্জ, নবীনগর, গাবতলী ও ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের দ্বিগুণ ভাড়া রাখার অপরাধে নীলাচল, শুভযাত্রা, লাক্সারি, জিহালসহ বেশকিছু পরিবহনকে জরিমানা করা হয়। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়া দুটি রুটের পরিবহন মালিক-চালকদের নির্ধারিত হারে ভাড়া আদায়ের জন্য সতর্ক করা হয়।

 

পিবিএ/এমআ/হক

আরও পড়ুন...