মানিকগঞ্জের শিবালয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

gono-pituni-PBA

পিবিএ,মানিগঞ্জ: মানিগঞ্জের শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সুত্রে জনা গেছে, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ওইবাজারের ইব্রাহিম মিয়ার মুদি দোকানের টিনের বেড়া কেটে ঘরে ঢোকার সময় ওই ব্যক্তি পাহাড়াদের হাতে ধরা পড়ে। এরপর স্থানীয় লোকজন এসে গণপিটুনি দিলে সে মারা যায়। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ পিবিএকে জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে।এখনও বিস্তারিত জানা যায়নি। তদন্তের পর তা জানা যাবে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...