মানিকগঞ্জের ১০২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হবে

উপজেলা
কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম ও মালামাল পাঠানো হয়েছে।
মনিরুল ইসলাম মিহির, পিবিএ, মানিকগঞ্জ : তৃতীয় ধাপের ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে মানিকগঞ্জের সাত উপজেলার চারটিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা। বাকী তিন উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামীলীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থী মিলে ১০জন। সাত উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৯জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সাত উপজেলায় মোট ভোটার রয়েছেন ১১ লাখ ১০ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫২ হাজার ৭২১জন এবং নারী ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৯৭৪ জন।
মানিকগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। আর এই বিষয়ে শনিবার সকাল নয়টায় সদর উপজেলার নির্বাচনী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে ব্রিফিং হয়েছে। প্রত্যেক প্রিজাইডিং কর্মকর্তাকে একটি করে ট্যাব দেয়া হয়েছে। ইভিএম এ কিভাবে ভোট দেয়া হবে, ট্যাবের মাধ্যমে কেন্দ্র থেকে ফলাফল কিভাবে ঘোষণা করা হবে, সেবিষয়ে ব্রিফিং দেন বিমান বাহিনীর উইং কমান্ডার মতিউর রহমান। এর আগে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম ও মালামাল পাঠানোর হয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে ইভিএম পদ্ধতিে ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সদর উপজেলার প্রতিটি কেন্দ্রের জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। গত পাঁচদিন ধরে ভোটারদের নিয়ে ভোটের ডেমোনেষ্ট্রেশন করা হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০২টি কেন্দ্রে ইভিএম এর ডেমো ভোট নেয়া হয়েছে। আশা করা হচ্ছে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অন্য ছয় উপজেলার তুলনায় সদর উপজেলায় নতুন পদ্ধতির কারণে ভোটারের ভোট দেওয়ার আগ্রহটা বেশী থাকবে এবং ভোটার সংখ্যাও বেশী হবে।
ইভিএম পদ্ধতির প্রশিক্ষন নেওয়া প্রিজাইডিং কর্মকর্তারাও বলেন, তারা ইভিএম পদ্ধতিতে অল্প সময়ে ভোট গ্রহন সম্পন্ন করা যাবে। জাল ভোট হবে না। ভোটাররাও আগ্রহী হবে। সদর উপজেলার ভোটারদের সঙ্গে কথা বলে বুঝা গেছে, ইভিএম পদ্ধতি মানিকগঞ্জে প্রথম হওয়ায় তাদের আগ্রহ কিছুটা বেড়েছে। এরই মধ্যে কিছু কিছু ভোটার পদ্ধতি সম্পর্কে জেনেছেন। এই পদ্ধতিতে আজ ভোট দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন বলে জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ বলেন, জেলার সাত উপজেলার নির্বাচনী পরিবেশ সুষ্ঠ রয়েছে। আশা করছেন ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, সাতটি উপজেলায় ৪৮৯ টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছে ২ হাজার ২৫৮ জন পুলিশ, ৫ হাজার ৮৬৮ জন আনসার, ১৫ প্লাটুন বিজিবি সদস্য। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহলের দায়িত্বে থাকবে র‌্যাব সদস্যরা। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে ও মোবাইল টিম হিসেবে নিয়োজিত থাকবে বিজিবি সদস্যরা।
পিবিএ/এমএমআই/জেডআই

আরও পড়ুন...