মানিকগঞ্জে অটিজম সচেতনতা দিবসের র‌্যালী ও আলোচনাসভা

পিবিএ,মানিকগঞ্জ: বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।এবারের প্রতিপাদ্য বিষয় ধরা হয়েছে সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির অধিকার।

জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধি সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের যৌথ আয়োজনে এবং এমডিপিওডি, এ্যাসেড, পাসা, ডিআরআরএ, গণকল্যাণ ট্রাস্ট, বারসিকসহ অন্যান্য এনজিওর সহযোগীতায় র‌্যালীতে অটিজম শিশুসহ নানা শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়।

র‌্যালিটি শহরের শহীদ স্মরণী সড়ক ঘুরে জেলা পরিষদ প্রাঙ্গনে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এতে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা রোজিনা বেগম রোজী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ব্র্যাক মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো: আবু জাফর, এ্যাসেডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, এমডিপিওডির পরিচালক মো: ইন্তাজ আলী বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন প্রতিবন্ধি সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ ও নারী-শিশুসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

পিবিএ/এম আই/হক

আরও পড়ুন...