মানিকগঞ্জে অনুর্ধ-১২ ক্রিকেট কার্নিভাল

পিবিএ, মানিকগঞ্জ: মানিকগঞ্জে অনুর্ধ-১২ ক্রিকেট কার্নিভাল চুড়ান্ত পর্ব শুরু হয়েছে। শুক্রবার সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস,এম ফেরদৌস।

মানিকগঞ্জ জেলা ক্রিকেট উপকমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ-১২ ক্রিকেট কার্নিভালের জেলার সাত উপজেলার দেড়শ ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়। পরে বাছাই করে ৩৫জনকে জেলা পর্যায়ে আনা হয়। এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা ও বুড়িগঙ্গা নামের চারটি দলে ভাগ করে চুড়ান্ত পর্বের বাছাই শুরু হয়। ৩৫জনের মধ্য থেকে বলার ও ব্যাটস ম্যান মিলে সেরা ১৫জনকে জাতীয় পর্যায়ে বিসিবিতে পাঠানো হবে।

পিবিএ/এমআইএম/জেডআই

আরও পড়ুন...