পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আন্ত-উপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঘিওর উপজেলা দল। তারা মানিকগঞ্জ পৌরসভা দলকে ৫০-৪৭ পয়েন্টে পরাজিত করে।
খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেরোয়াড় ও টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ। এর আগে পুলিশ সুপার রিফাত রহমান শামীম সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা বক্তব্য রাখেন।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রভাষক বাসুদেব সাহার পরিচালনায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও কাবাডি উপ-পরিষদের আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপু, সহ-সভাপতি এনায়েত হোসেন টিপু, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডিএসবি সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ^াস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কাবাডি উপ-পরিষদের সদস্য-সচিব সেলিম পারভেজ প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্ণামেন্টে অংশ নেয় মানিকগঞ্জের সাত উপজেলার সাতটি দল ও মানিকগঞজ্ পৌরসভার একটি দল মিলে মোট আটটি দল।
পিবিএ/এমআইএম/হক