পিবিএ ,মানিকগঞ্জ: মানিকগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে এই কর্মশালা উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সচিব মোঃ আলমগীর।
জেলা প্রশাসক এস, এম ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের আয়োজনে ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের বাস্তবায়নে এই কর্মশালায় জেলা জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, প্রধানমন্ত্রী ও সরকার জাতিসংঘ ঘোষিত২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধ পরিকর। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) নানামুখী কার্যক্রম গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ‘আমার গ্রাম আমার শহর’ আদর্শকে ধারণ করে তা বাস্তবায়ন করা প্রয়োজন। ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশি^ক এই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রনয়নে বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। ২০৩০ সালে ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষমাত্রা ও ২৩২টি সূচক রয়েছে।
কর্মশালায় আটটি গ্রুপে আটটি বিষয়ের ওপর কর্মপরিকল্পনা বাস্তবায়ন উপস্থাপন করেন।
পিবিএ/মিহির/জেডআই